ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তাস খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রড়াইল ইউনিয়নের গোসাইপুর বাজারে রাতে তাস খেলাকে কেন্দ্র করে মহাব্বত মিয়া ও সেন্টু মিয়ার নেতৃত্বে লোকজন হেকিম মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় হেকিম মিয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত দুইটার দিকে গুরুতর আহত হেকিম মিয়ার মৃত্যু হয়।
বড়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন জানান, প্রতিদিনই তারা ওই স্থানে তাস খেলত। এই খেলাকে কেন্দ্র করে তাদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনা ঘটে। হামলায় নিহত হওয়ার খবরে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনোজিত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল