বাগেরহাটের মোরেলগঞ্জে নৌকা প্রতীকে ভোট চেয়ে মিছিল করেছেন আওয়ামী মৎস্যজীবী লীগ ও মৎস্যজীবী সমিতির নেতাকর্মীরা।
শুক্রবার বেলা ২ টার দিকে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. মুনসুর আলী, সাধারণ সম্পাদক মো. আল আমীন শেখ ও মৎস্যজীবী সমিতির সভাপতি আবু সালেহ ফরাজী মিছিলে নেতৃত্ব দেন। এ সময় তারা নৌকা প্রতীকে ভোট চেয়ে লিফলেটও বিতরণ করেন।
মিছিলকারিরা পরে নৌকা প্রতীকের বারইখালী কার্যালয়ের সামনে পথসভা করেন। সভায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আমিরুল আলম মিলন প্রধান অতিথির বক্তৃতা করেন। এ ছাড়াও মৎস্যজীবী লীগ নেতা শেখ আব্দুস সবুর, সেলিনা ভানু, জাহাঙ্গীর আলম, উষা রানী চন্দ্র, ইউপি মেম্বার মো. আনোয়ার হোসেন ও মোশারেফ হোসেন খান বক্তৃতা করেন।
আগামী ২১ মার্চ বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষে এ আসনে এখন পর্যন্ত শুধুমাত্র আওয়ামী লীগ দলীয় প্রার্থীর প্রচার প্রচারণা দেখা যাচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন