কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৃহস্পতিবার ৭ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো, ফুলবাড়ী উপজেলার পূর্ব নাগদাহ গ্রামের আবু হাসান (৫২), আব্দুল ছালাম (৪১), নওদাবস গ্রামের দীপু চন্দ্র রায় (৩১), একই গ্রামের আজিজুল হক (৩৫), চর বড়লই গ্রামের মোজাম্মল হক (২৫), নজর মামুদ গ্রামের ভোলা সরদার (৪৩) ও পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার সানাই খামার গ্রামের সোহেল রানা (২৫)।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন