সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রেশাসক (সার্বিক) কামরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবপ্রসাদ পাল, খুলনার পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সরজিত সরকারসহ অন্যরা। বক্তারা পাটজাত পন্যেও অধিক ব্যবহার নিশ্চিত করার আহবান জানান।
বিডি প্রতিদিন/আল আমীন