বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রুখে দাঁড়ানোসহ চাল, ডাল, তেল ও ওষুধসহ নিত্যপণ্যের দাম কমিয়ে আনার দাবিতে বরিশাল নগরীতে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ।
সংগঠনের বরিশাল জেলা কমিটির উদ্যোগে আজ শুক্রবার সকাল ১১ টায় নগরীর সদর রোডে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক কমরেড অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির সদস্য কমরেড নিমাই মন্ডল, কমরেড নজরুল ইসলাম, কমরেড নৃপেন্দ্র নাথ বাড়ৈ, কমরেড উপাধ্যক্ষ হারুন-অর রশিদ, কমরেড অধ্যাপক বিরেন্দ্র নাথ রায়, কমরেড অধ্যাপক শাহ্ আজিজুর রহমান ও কমরেড অ্যাডভোকেট খালিদ-বিন ওয়াহিদ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য একের পর এক দেশীয় সম্পদ বিদেশীদের হাতে তুলে দিচ্ছে। স্বাধীন অসাম্প্রদায়িক বাংলার মাটিতে মুজিববর্ষের অনুষ্ঠানে এক সাম্প্রদায়িক ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদ ও নিন্দা জানান তারা।
প্রতিবাদ সমাবেশ শেষে অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিচিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ