নাটোর সদর উপজেলা যুবদলের সভাপতি শাহীন আলম (৪৫) জানাজা আজ শুক্রবার বেলা ১১ টায় স্থানীয় চৌরি ঈদগাহ মাঠে সম্পন্ন হয়েছে। জানাযায় জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক,সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, এডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
পরে স্থানীয় কবরস্থানে তার দাফন সমপন্ন হয়। যুবদল নেতা শাহীন আলম লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী থাকা অবস্থায় গত বৃহস্পতিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন । শাহীনের মৃত্যুর খবর শোনার পরপরই ঢাকা থেকে ছুটে আসেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু'র সহধর্মিনী বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি।
তিনি আজ শুক্রবার সকালে যুবদল নতা শাহীনের বাসায় যান এবং শাহীন আলমের পরিবারের প্রতি সমবেদনা জানান। এদিকে, যুবদল নেতা শাহিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ