নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী পুকুরপাড়া এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুর রাজ্জাক মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ওরফে খাদেম (৩৫) ও তার ছেলে মো. রাকিব হাসানকে (১৮) গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে ৮শ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, ইয়াবাসহ হাতেনাতে তাকে গ্রেফতার করার পর মাদক মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত পিতা জাহাঙ্গীর আলম ওরফে খাদেমের বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে। সে নারায়ণগঞ্জের সদর থানার নগর খানপুর এলাকার মৃত শাহ আলমের ছেলে।
বিডি প্রতিদিন/হিমেল