মুজিববর্ষ নিয়ে রাজনীতি করে বিএনপি হীনমন্যতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, মুজিববর্ষ বাংলাদেশের স্বাধীনতা প্রিয় মানুষ উৎসব হিসেবে পালন করবে। সবার মনে আনন্দ-উৎসব বিরাজ করছে। আর বিএনপি রাজনৈতিক কারণে এর বিরোধীতা করছে। এতে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমান হয়েছে।
শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরে শুভগাছায় পানি উন্নয়ন বোর্ডের নদী তীর সংরক্ষণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করার সুযোগ পেয়ে জাতি গর্বিত। মুজিব জন্মশতবাষির্কী অনেকের জীবনে কোন দিন আসেনি, আর আসবেও না। এই মহান নেতার জন্মশতবার্ষিকী পালন কর্মসূচিতে বন্ধু প্রতীম ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদী, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখাজী, কংগ্রেস নেত্রী সোনিযা গান্ধীসহ বিদেশী আরো অনেক মেহমান আসবেন। তাতে কারো আপত্তি থাকা মোটেই বাঞ্চনীয় নয়। প্রতিবেশী ভারতে রাজনীতিতে কী হচ্ছে তা ভারতের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের কোন বিষয় নয়।
পরিদর্শনকালে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সুর্য, অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা দানী, অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলামসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন