লক্ষ্মীপুরের রায়পুরে পৃথক অভিযানে ডাকাতি ও চুরির মামলার সাজাপ্রাপ্ত ৪ আসামিসহ মাদক বিক্রেতা রোকেয়া আক্তার খুকুকে আটক করেছে রায়পুর থানা পুলিশ।
শুক্রবার রাতে পুলিশের পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো, ডাকাতি ও চুরির মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার চর আবাবিল ইউনিয়নের ঝাউডগী গ্রামের আবুল কালামের ছেলে জাহাঙ্গীর হোসেন, অন্য মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত চরবংশী ইউনিয়নের রাজ্জাক মৃধ্যার ছেলে তারেক আলী, চেক জালিয়াতি মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত চরবংশীর শেখ ফারুক আহমেদের ছেলে শেখ রকি। অস্ত্র ও চোরাচালান সংক্রান্ত মামলার চরপাতা গ্রামের ছফি উল্যার ছেলে নজরুল ইসলাম, একই গ্রামের আবদুল করিমের স্ত্রী রোকেয়া আক্তার খুকুকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
রায়পুর থানার অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া বলেন, আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। সকল প্রকার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মাননীয় প্রধাানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি অনুসরণ করেই আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন