কুড়িগ্রামের নাগেশ্বরীর রামখানা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও সহসভাপতিকে রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ বাজার এলাকা থেকে ইয়াবাসহ গ্র্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, ছাত্রলীগ সভাপতি এরশাদুল হকের বিরুদ্ধে মাদক সেবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করার খবর ছিল। তাকে কয়েকবার সতর্কও করা হয়।
শুক্রবার ভোর রাতে রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ বাজার থেকে ছাত্রলীগ সভাপতি এরশাদুল ও সহসভাপতি সফিকুল ইসলামকে গ্র্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. ফজলুল করিম সাজু জানান, এরশাদুল হক রামখানা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ আগে থেকেই ছিল। তাকে সতর্ক করার পরও সংশোধন না হওয়ায় আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করব। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের ওসি মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন