নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার রাতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম শাহাদাত হোসেনকে (২৩)। তিনি চরপার্বতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুকবুল আহাম্মদের ছেলে। ধর্ষণের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অভিযুক্ত শাহাদত হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ওই ছাত্রী গত মঙ্গলবার এসএসসি পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিতে বাড়ি থেকে বের হয়। এ সময় শাহাদাত হোসেন ও তার সহযোগী মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বদিউল আলমের ছেলে মুরশিদ আলমসহ (৩৯) অজ্ঞাত কয়েকজন ওই ছাত্রীকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দিলে পুলিশ বৃহস্পতিবার রাতে ওই উদ্ধার ও শাহাদাত হোসেনকে গ্রেফতার করে। কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক জানান, ধর্ষিতার বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ধর্ষক শাহাদত হোসেনকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন