শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাঠ উন্নয়নে উদ্বুদ্ধকরণ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে অসহায় ও দরিদ্র শিক্ষার্থী উন্নয়ন সংস্থা ডপস এর আয়োজনে শেরপুর সরকারী কলেজ হল রুমে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুর রশিদ।
ডপস প্রতিষ্ঠাতা সেনা সদস্য মো. শাহিন মিয়ায় সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলনে জেলা সরকারী গণগ্রন্থাগারের লইব্রেরীয়ান সাজ্জাদুল করিম সিনিয়র সাংবাদিক দেবাশিষ সাহা রায়, কবি ও সাংবাদিক রফিক মজিদ, কবি হাসান শরাফত, সমাজসেবার নিবন্ধন কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ডপস সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাসেল মিয়া, আহম্মেদ হোসেন জনি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল আলীম প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল