বগুড়ার শেরপুরে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন করায় ২টি ড্রেজার ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জড়িতদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা।
জানা যায়, শুবলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে আব্দুস সামাদ সরকারি নিয়ম না মেনে আবাদি জমির মাটি কেটে পুকুর খনন করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা শেরপুর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পুকুর খননের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার ভেঙে দেওয়া হয় এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বগুড়ার শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা জানান, জমির প্রকৃতি পরিবর্তন করে পুকুর খননকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। কারণ যারা পুকুর খনন করছিলেন তারা জমির প্রকৃতি পরিবর্তনের জন্য কোনো আবেদন করেননি।
তিনি আরও জানান, জরুরি প্রয়োজনে পুকুর কাটার প্রয়োজন হলে আইন অনুযায়ী নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে জেলা প্রশাসকের কাছ থেকে অনুমোদন নিতে হয়। অন্যথায় আবাদি জমি নষ্ট করে মাটি কাটা আইনত দণ্ডনীয়।
বিডি প্রতিদিন/আল আমীন