জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হলো শিশু মেলা ও বঙ্গবন্ধু শিশু কিশোর পদক ২০২০। শুক্রবার দিনব্যাপী কলাপাড়া মহিলা কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলাপাড়া উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধমিকের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শিশু মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা উপজেলা শাখার সভাপতি শুভ্রা চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ মো. সাইদুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস জাহান, কলাপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টুসহ আরো অনেকে।
বিডি প্রতিদিন/আল আমীন