বাগেরহাট সরকারী পিসি কলেজের ইংরেজীতে অনার্স পড়ুয়া তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী আমিনা রহমান মৌরীর দুটি কিডনি অকেজো হয়ে গেছে। মৌরী বাগেরহাটের রামপাল উপজেলার খেজুর মহল মাদ্রাসা থেকে দাখিলে এ গ্রেড এবং বাগেরহাট সদরের পঁচা দিঘির পাড় খানজাহান আলী আলীম মাদ্রাসা থেকে আলীমেও এ গ্রেডে পাশ করে।
মৌরীর পিতা বাগেরহাট জেলা প্রসাশকের কার্য্যালয়ের লাইব্রেরীয়ান শাখার অফিস সহকারী হিসেবে কর্মরত। তিনিও হার্টের রোগী। মাতৃহারা মৌরীকে নিয়ে পিতাও এখন অসহায় হয়ে পড়েছেন। মৌরীর প্রতি সপ্তাহে ২ বার ডায়ালাইসিস করতে হচ্ছে। যা খুবই ব্যয় বহুল। মেয়েকে বাঁচাতে পিতা এখন সমাজের দানশীল ও বিত্তবানদের সহায়তা কামনা করেছেন। মৌরীও সমাজের দানশীল ও বিত্তবানদেও সহায়তা আবারও মেধার বিকাশ ঘটাতে চান।
মৌরীকে সাহায্য পাঠানোর ঠিকানা- শেখ মুজিবর রহমান, ইসলামী ব্যাংক বাগেরহাট শাখায় হিসাব নং (সঞ্চয়ী ) ২১৪৩৮।
বিডি প্রতিদিন/হিমেল