গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে কবিতা রানী (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৬ মার্চ) দুপুরে উপজেলার সোনারাম ইউনিয়নের বলরাম গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ নারী। কবিতা রানী বলরাম গ্রামের রবি চন্দ্রের স্ত্রী।
ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সৈয়দ বদিরুল অহসান সেলিম জানান, দুপুরে কবিতা রানীসহ ছয় নারী ওই গ্রামের একটি ধানক্ষেতে আগাছা পরিষ্কার করছিলেন। তখন বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে কবিতা রানীরসহ তার সঙ্গে থাকা পাঁচ নারী আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক কবিতা রাণীকে মৃত ঘোষণা করেন। আহতদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল