বাংলাদেশ-মিয়ানমারের কক্সবাজারের টেকনাফ সীমান্তে স্থাপিত স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স এন্ড ট্যাকটিক্যাল বর্ডার রেসপন্স সিস্টেম পরির্দশন করেছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
শুক্রবার বিকালে টেকনাফ সাবরাং বিজিবির চৌকি সংলগ্ন সীমান্ত ঘুরে দেখেন প্রতিনিধি দল। এসময় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (আনসার ও সীমান্ত) মোহাম্মদ সাহেদ আলী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, কক্সবাজার রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজেদুর রহমান, টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান, উপ-অধিনায়ক মেজর রুবায়াৎ কবীর, অপারেশন মেজর মো. রাহুল আসাদ প্রমুখ।
এই প্রতিনিধি দলটি টেকনাফ সীমান্তের সাবরাং নয়াপাড়া এলাকায় বিওপিতে স্থাপিত টাওয়ারটি সরেজমিন দেখতে যান। সেখানে এসব বিষয়ে বিভিন্ন দিক যাচাই করেন। এর আগে প্রতিনিধি দল টেকনাফ ২ ব্যাটলিয়ন সদর দপ্তরে বর্ডার রেসপন্স সিস্টেম নিয়ন্ত্রন কক্ষ ঘুরে দেখেন।
বিডি প্রতিদিন/হিমেল