কুড়িগ্রাম পৌরসভাকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম পৌরসভার আয়োজনে পৌর হলরুমে কুড়িগ্রাম পৌরসভাকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী।
এসময় পৌর মেয়র আব্দুল জলিলের সভাপতিত্বে আরডিআরএস কো-অর্ডিনেটর আব্দুল মমিন হোসেন, সাবেক চেয়ারম্যান কাজিউল ইসলামসহ জেলা কাজী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, ইমাম, পুরোহিদ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করে উপস্থিত সকলকে বাল্যবিবাহ থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম