নীলফামারীর পঞ্চপুকুরে অটোরিকশা চাপায় সিফাত হোসেন (৯) এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল এগারটার দিকে পঞ্চপুকুর-নীলফামারী সড়কের আখতারের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সিফাত উত্তরাশশী নদীর পাড় এলাকার সাদ্দাম হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, রাস্তা পারাপারের সময় নীলফামারীগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে আহত হয় সে। সেখান থেকে উদ্ধার করে তাকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম মোমিন।
বিডি-প্রতিদিন/শফিক