জনপ্রিয় টিভি তারকা ও নাট্যাভিনেতা লিটু আনামের গ্রামের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। আজ মঙ্গলবার ভোররাতে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া শিশুপার্ক সংলগ্ন লিটু আনামের পৈত্রিক বাড়িতে চাঞ্চল্যকর এ চুরির ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে খাবার খেয়ে লিটু আনাম ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বাড়িতে তার বড় ভাইয়ের স্ত্রী খায়রুন হাফিজা বিভা ও তার অসুস্থ মা সালেহা খাতুন ছিলেন। তারা বিকেলের নাস্তা খেয়ে ঘুমিয়ে পড়েন। এরপর সন্ধ্যা থেকে পরের দিন ভোর পর্যন্ত তাদের হুঁশ ছিল না। মঙ্গলবার ভোরে লিটু আনামের বড় ভাইয়ের স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন বাড়ির সব জিনিসপত্র অগোছালো ও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরে তিনি সবাইকে খবর দেন।
লিটু আনামের বড় ভাই সাবেক পৌর কমিশনার পারভেজ আনাম জানান, পারিবারিক কাজে আমি ঢাকায় অবস্থান করছিলাম। ঘটনার দিন বাড়িতে কোন পুরুষ মানুষ ছিল না। দুর্বৃত্তরা খাবারের সাথে চেতনানাশক কিছু মিশিয়ে দিয়েছিলো বলেই আমার মা ও স্ত্রী এত লম্বা সময় অচেতন ছিলেন। লিটুর সাথেও কথা বলে আমি বিষয়টি নিশ্চিত হয়েছি, কারণ ঢাকায় ফেরার পরও তার ঘুম কাটছিল না। আমার স্ত্রীর কাছে জেনেছি প্রায় ৭০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ২ লক্ষ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম জানান, খাবারের সাথে চেতনাশক ওষুধ মিশিয়ে অথবা কক্ষে স্প্রে জাতীয় কিছু ছিটিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অপরাধীদের ধরতে ও মালামাল উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছি। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/শফিক