জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে বৃষ্টি আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের হাশিমপুর গ্রামের আঁকা মিয়ার কন্যা।
দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার দুপুরে বাবা-মা ও পরিবারের অন্যান্যদের সাথে উপজেলার হাশিমপুর গ্রামে তার বাড়ির কাছেই ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে যায় বৃষ্টি আক্তার। এসময় এক পর্যায়ে সবার অগোচরে ব্রহ্মপুত্র নদের পানিতে সে ডুবে যায়। পরে নদের পানিতে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা মাছ ধরার জাল দিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। বৃষ্টি আক্তার স্থানীয় রাহমানিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
বিডি-প্রতিদিন/শফিক