অসুস্থ মুরগী জবাই করে মাংস বিক্রির অভিযোগে দিনাজপুরের বীরগঞ্জে মো. আতিকুল ইসলাম (৩২) নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন ভ্রাম্যমাণ আদালতে এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মো. আতিকুল ইসলাম বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মুচকুড়ী গ্রামের রশিদুল ইসলামের ছেলে।
পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুয়েলুর রহমান জুয়েল জানান, মঙ্গলবার সকালে ইউনিয়নের বাহাদুর বাজার নামকস্থানে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মুরগী জবাই করে মাংস বিক্রি করছিলেন আতিকুল ইসলাম। এসময় এলাকার কিছু লোক মাংস কিনতে গিয়ে দেখে দোকানের সামনে খাঁচায় রক্ষিত মুরগী মরে যাচ্ছে। পরে তারা অসুস্থ মুরগীর মাংস বিক্রির বিষয়টি আমাকে অবহিত করে। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে গ্রাম্য পুলিশ দিয়ে মুরগী এবং জবাইকৃত মুরগীর মাংস জব্দ করি। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেনকে জানাই। দুপুরে তিনি ও উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেনারী সার্জন ডা. ইউনুস আলী ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থল পরিদর্শন করে মুরগী ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং মুরগীসহ সব মাংস মাটিতে পুতে ফেলার নির্দেশ প্রদান করেন।
উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেনারী সার্জন ডা. ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মুরগীগুলো ভাইরাস রোগে আক্রান্ত ছিল এবং এ থেকে মানুষের ক্ষতির শঙ্কা রয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম