ফরিদপুরের চরভদ্রাসনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এছাড়া ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ হুইল চেয়ার ও জাতীয় পতাকা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মোতালেব হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরিন, স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা হাফিজুর রহমান প্রমুখ।
বি এস ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানার সঞ্চালনায় উপজেলার একটি কলেজ, ১৮টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা এবং ৫৪ টি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম