কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ৫ জনকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার সুজানেরকুটি গ্রামে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুজানেরকুটি গ্রামের একাব্বর আলীর ছেলে জয়নাল আবেদীন ও মৃত ইব্রাহীম আলীর ছেলে আফজাল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। একাধিকবার গ্রাম্য সালিশে বৈঠক হলেও সমাধানে ব্যর্থ হয় গ্রামবাসী। এরই জেরে মঙ্গলবার ৩০ শতক জমিতে আফজাল হোসেন ও তার ছেলেরা শশা চাষ করার জন্য জমিতে গেলে জয়নাল আবেদীন ও তার ছেলেরা তাতে বাধা দেয়। একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে হাতাহাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। এসময় মনোয়ারা বেগম (৫৫) ও লাইজু খাতুন (৩৫) নামে দুই নারীসহ ১০ জন আহত হন। আহতদের মধ্যে ৫ জনকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে আফজাল হোসেন ও মনু মিয়ার অবস্থা গুরুতর।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) নবীউল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম