ময়মনসিংহের (হালুয়াঘাট-ধোবাউড়া) দুই উপজেলার সংযোগস্থলে পিসি গার্ডার ব্রিজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নির্মিত ব্রিজটির শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ- ১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং। ব্রিজটি নির্মাণের ফলে দুই উপজেলায় সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে এবং জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে।
ব্রিজটি উদ্বোধন শেষে সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় স্থানীয় কৈলাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, ধোবাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিট রানা চিসিম, ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, এলজিইডির ময়মনসিংহ জেলার নির্বাহী প্রকৌশলী নুর হোসেন ভূঞা, উপজেলা প্রকৌশলী শান্তনু ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
জানা যায়, সারাদেশে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের অংশ হিসেবে উপজেলার বিলডোরা ইউনিয়নের শেষ প্রান্তে হালুয়াঘাট-ধোবাউড়ার সংযোগস্থলে নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেডেড ডেভেলপমেন্ট (নবিদেপ) এর প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হালুয়াঘাট এর বাস্তবায়নে প্রায় ৯ কোটি ২৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ফুটকাই নদীর ওপর ব্রিজটির উদ্বোধন করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক