বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রামে একটি ডোবা খননকালে সনাতন ধর্মের সম্প্রদায়ের বিশাল আকৃতির গৌরীপট্টের সন্ধান পাওয়া গেছে। স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে সোমবার সন্ধ্যায় রাজাদের আমলের পাথরের এই শিবলিঙ্গের গৌরীপট্ট উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বগুড়ার আদমদীঘি থানার ওসি মো. জালাল উদ্দীন জানান, উপজেলার ছাতিয়ানগ্রাম ঘোষপাড়ায় জনৈক কল্যাণের বাড়ির পাশ্বের একটি জলাশয় (ডোবা) খনন করার সময় সনাতন ধর্মের বা সম্প্রদায়ের রাজাদের আমলের দীর্ঘদিনের পুরাতন পাথরের শিবলিঙ্গের গৌরীপট্ট (আসন) শ্রমিকরা দেখতে পান। এরপর ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, ইউপি সদস্য সুদেব কুমার ঘোষ, সুবাস চন্দ্র পাথরের এই শিবলিঙ্গের গৌরিপট্ট বা আসন সনাক্ত করেন। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন এই শিবলিঙ্গের আসন পূজা শেষে সন্ধ্যায় আদমদীঘি থানায় হস্তান্তর করেন। এটি আইনী প্রক্রিয়া শেষে বগুড়ার মহাস্থান যাদুঘরে প্রদানের সম্ভাবনা রয়েছে।
প্রত্নতত্ত্ব অধিদফতর রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা জানান, বগুড়ার আদমদীঘির ছাতিয়ান গ্রাম খুব বিখ্যাত। এখানে রানী ভবানীর বাবার বাড়ি। সেই সূত্র থেকে ছাতিয়ান গ্রামে গৌরিপট্ট থাকা অস্বাভাবিক নয়। ছবিতে এর আকৃতি দেখে ওজন নির্ণয় করা সম্ভব নয়। না দেখে কোনো কিছু মন্তব্য করাও কঠিন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম