খুলনায় বেশি দামে মাস্ক বিক্রি করায় তিনটি ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার নগরীর বড় বাজার, হেরাজ মার্কেট, ময়লাপোতা মোড়সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বেশি দামে মাস্ক বিক্রি করার অপরাধে হেরাজ মার্কেটের প্যাম্পার্স ও রহিমা ফার্মেসিকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা এবং ময়লাপোতা মোড়ে শাহজাহান ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ও রাশেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম