ঠাকুরগাঁওয়ে শামসুল আলম (৩০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০টার সময় জেলার সদর উপজেলার শিবগঞ্জ চিকনডোবা এলাকার একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শামসুল আলম সদর উপজেলার শিবগঞ্জ শিববাড়ী এলাকার আব্দুল খালেকের ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, স্থানীয়রা রাতে আম বাগানের ভিতর মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কি কারণে হত্যা করা হয়েছে কে করেছে তা তদন্তের পর নিশ্চিত করা যাবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ