মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান দুটি হলো শহরের সাইফুর রহমান সুপার মার্কেটের মোল্লা ক্লথ স্টোর ও প্রমা গেঞ্জি হাউস।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় সাথে ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, ওসি আব্দুছ ছালেক, ওসি (অপরাশেন) নয়ন কারকুন প্রমুখ।
সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন বলেন, করোনা ভাইরাসকে পুঁজি করে ব্যবসায়ীরা আট টাকার মাস্ক পঞ্চাশ টাকায় বিক্রি করছে এমন তথ্য পেয়েই ওই দুই প্রতিষ্ঠানেকে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ