নীলফামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ডিসি অফিসের স্কিল ডেভেলপমমেন্ট সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ বেগের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা সৈয়দ আবুল হায়াত। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলম, জেলা মৎস্য কর্মকর্তা আশরাফুজ্জামান ও ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এনামুল হক।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ