পিরোজপুর সদরের চল্লিশা বাজারের মো. কামরুল শেখ (৩৫) হত্যা মামলার আসামি মোঃ শাকিল আহমেদকে গ্রেফতার করেছে র্যাব-৮। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১০ মার্চ) সকালে চট্রগ্রামের কর্ণফুলী থানার ডাঙ্গারচর চরলক্ষ্যা থেকে গ্রেফতার করা হয় তাকে। মো. শাকিল আহমেদ (৩০) পিরোজপুর সদরের সাতবেকুটিয়া গ্রামের মো. আলতাফ হোসেন আলতুর ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দাবিকৃত চাঁদা না পেয়ে গত ৮ ফেব্রুয়ারী সকালে পিরোজপুর সদর থানার চল্লিশা বাজারের ফার্মেসী ব্যবসায়ী মো. কামরুল শেখকে বুকে ও মাথায় ছুরিকাঘাত করে হত্যা করে আসামি শাকিল আহমেদ। এ ঘটনার পর শাকিল আহমেদ চট্টগ্রামে পালিয়ে যায় এবং কর্ণফুলী থানার ডাঙ্গারচর চরলক্ষ্যায় জনৈক শামসু মিয়ার খামার বাড়িতে গরুর ডেইরী ফার্মে কাজ করতে শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে মঙ্গলবার তাকে গ্রেফতার করে র্যাব-৮।
গ্রেফতারকৃত আসামিকে পিরোজপুর জেলার সদর থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ