বাংলাদেশ কৃষি ব্যাংক টাঙ্গাইলের সখীপুরের তক্তারচালা শাখায় ব্যাংক জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ চার লাখ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কৃষি ব্যাংক তক্তারচালা শাখার ব্যবস্থাপক আব্দুল লতিফ মিয়া বাদী হয়ে সখীপুর থানায় চেক জালিয়াতির মামলা করেন। পরে গ্রেফতারকৃতদের মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।
জানা যায়, জালিয়াত চক্র বাংলাদেশ কৃষি ব্যাংক তক্তারচালা শাখায় ভুয়া আইডি কার্ড ব্যবহার করে সোহাগ নামে একটি হিসাব খোলেন। গত সোমবার দুপুরে ব্যাংক কর্মকর্তাদের সীল ও স্বাক্ষর জাল করে এসবিডি ৪৩৮৭২১৩ চেকের মাধ্যমে ৫৮৩৯ একাউন্ট থেকে চার লাখ টাকা উত্তোলন করে। পরে ৪৩৮৭২১৪ নং চেকের মাধ্যমে একই একাউন্ট থেকে পুনরায় তিন লাখ টাকার চেক নিয়ে ব্যাংকে ঘুরাঘুরি করতে থাকে।
তাদের দেখে সন্দেহ হলে মাদারীপুরের শামসুর রহমানের ছেলে সোহাগ (৩৩), সৈয়দ আলী ব্যাপারীর ছেলে রোকন ব্যাপারীকে (২৪) আটক করা হয়। এসময় একই এলাকার ভূইয়া শেখের ছেলে নাহিদ শেখ (২৭) নামের এক প্রতারক পালিয়ে যায়।
কৃষি ব্যাংক তক্তার চালা শাখার ব্যবস্থাপক আব্দুল লতিফ মিয়া বলেন, জালিয়াত চক্র কিভাবে ব্যাংকে একাউন্ট খুলেছে তা জেনে চক্রটির সঙ্গে ব্যাংক স্টাফদের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে
সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবির বলেন, ব্যাংক জালিয়াত চক্রের দুই সদস্যকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ