নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল করিম নামে (৬০) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার কলম ইউনিয়নের নজরপুর গ্রামের মৃত আরফান আলীর পুত্র।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১টার দিকে বাড়ির মাঠে বোরো ধানের জমিতে পানিতে গিয়ে মোটরে লাইন দেওয়ার সময় অসাবধানতায় বিদ্যুতস্পৃষ্টে মারা যায়। পরে বিকেলে মৃত ব্যক্তির ছেলে গিয়ে দেখতে পায়, মোটরের সাথে আটকে আছে তার পিতা। ছেলের কান্নায় লোকজন এসে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়। ঘটনাস্থলে বৃদ্ধের মৃত্যু ঘটে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ