নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের দীঘলকুর্শা গ্রামে আগুনে পুড়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় ও পরিবারের লোকজন জানায়, হেনা আক্তার (৩৫) নামের ওই নারী মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
মঙ্গলবার সন্ধ্যার পর একা একটি বাড়িতে রান্না করছিল। এ অবস্থায় হঠাৎ মৃগী রোগ দেখা দিলে সে রান্না করা অবস্থায় চুলার আগুনে পড়ে যায়। এতে তার বেশির ভাগ শরীল আগুনে দগ্ধ হয়। পরে পরিবারের অন্যরা এবং আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাতেই তাকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরবর্তীতে ভোর রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবারের লোকজন মনি আক্তার ও হাসনা আক্তার। তারা জানান, তার তিনটি সন্তান রয়েছে। কিন্তু জন্ম থেকেই সে মৃগী রোগে আক্রান্ত ছিলো। তার স্বামী হেলিম মিয়া ঢাকায় চাকুরি করেন। রাতে যখন ঘরের রান্না করছিলো তখন পাশে কেই না থাকায় এমন অবস্থা হলে আগুনে দগ্ধ হয়।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, তার পরিবারের লোকজন মারফত জেনেছি উনি মৃগী রোগী ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ