যশোরে শুরু হয়েছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ২০২০ এর খুলনা বিভাগীয় কাবাডি প্রতিযোগিতা।
বুধবার সকালে যশোর ঈদগাহ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইডি ড. খন্দকার মহিদ উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বর্তমানে ছেলে-মেয়ো স্ক্রিন-নির্ভর হয়ে যাচ্ছে, যা মারাত্মক ক্ষতিকর। তিনি বলেন, ছেলে-মেয়েদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে সকলকে সচেষ্ট হতে হবে।
হোটেল সিটি প্লাজা ইন্টারন্যাশনালের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের ব্যবস্থাপনায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন এ প্রতিযোগিতার আয়োজন করেছে। ১১মার্চ থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ২২ মার্চ পর্যন্ত। প্রতিযোগিতায় খুলনা বিভাগের ১০ জেলার পুরুষ ও মহিলা খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন