মাগুরায় ২৫০ শয্যা হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় হাসপাতালের সামনে অবৈধভাবে গড়ে ওঠা অন্তত ২০টি দোকান স্কেভেটারের মাধ্যমে গুড়িয়ে দেয়া হয়।
উচ্ছেদ অভিযান সর্ম্পকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, জেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে শহরের পরিষ্কার পরিছন্নতার বিষয়ে নিয়মিতই এ বিষয়ে বলা হয়। বর্তমান সরকার এবং জেলা প্রশাসন এ বিষয়ে অত্যন্ত তৎপর। বেশ কিছুদিন ধরে হাসপাতালের গেটের সামনে দখল করে অবৈধভাবে স্থাপনা গড়ে উঠেছে। যে কোনো মুহুর্তে এখানে দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণে এ অভিযানের মাধ্যমে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম