নীলফামারীর পঞ্চ পুুকুরে তিন দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টার দিকে পঞ্চ পুকুর-নীলফামারী সড়কের উত্তরাশশী এলাকায় এই কর্মসূচি পালন করা হয় শিক্ষক শিক্ষার্থীদের ব্যানারে। এতে তিনটি প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উত্তরাশশী রিয়াজুল উলুম মাদরাসার পরিচালক আতাউর রহমান, স্থানীয় দাখিল মাদরাসার সুপার হাবিবুর রহমান, দারুল নাজাত মাদরাসার সুপার জিয়াউর রহমান।
এ সময় শিক্ষার্থীরা ইঞ্জিন চালিত সকল প্রকার যান চালকদের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামুলক, প্রতিষ্ঠানের সামনে সকল যানবাহন চলাচল ধীর গতি এবং সড়কে গতিরোধক স্থাপনের দাবি জানান।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে একই স্থানে অটোরিকশা চাপায় সাইমুন হাসান সিফাত নামে নুরানী শাখার এক ছাত্র নিহত হয়। সে উত্তরাশশী নদীর পাড় এলাকার খালেকুজ্জামান সাদ্দামের ছেলে।
বিডি প্রতিদিন/আল আমীন