লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ ধরায় লক্ষ্মীপুরের ২২ জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের কর্মকর্তারা। মধ্য রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে মাছ ধরার ৪টি নৌকা ও ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর রেদোয়ান আরমান শাকিল বিষয়টি নিশ্চিত করে বলেন, জাটকা রক্ষা ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনার অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়। এসময় আইন আমান্য করে মাছ ধরায় তাদের এ সাজা দেয়া হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম