পৈতৃক জমিতে নিজের অংশ বুঝে না পেয়ে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মনিরুল ইসলাম। বুধবার চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন সদর উপজেলার মিল্কি গ্রামের মৃত ইফসুফ আলীর ছেলে মনিরুল ইসলাম মুনির।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দুই বছর আগে আমার বাবা মারা যান। বাবার মৃত্যুর পর আইন অনুয়ায়ী পৈতৃক সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তির মালিক তারা ৪ ভাই, ২ বোন ও তাদের মা। তবে তার বড় ভাই নাসিরুল ইসলাম, একাই পিতার সম্পত্তি ভোগ দখল করছেন। তাকে একাধিকবার জমির ভাগ বুঝিয়ে দিতে বললেও তিনি কর্ণপাত করেননি, উল্টো হুমকি দিচ্ছেন।
এমনকি তার মালিকানাধীন একটি পুকুরের মাছও ধরে নেন তার বড় ভাই নাসিরুল ইসলাম। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগও করেছেন মনিরুল ইসলাম। এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এএসআই আসাদ জানান, যেহেতু পৈতৃক সম্পত্তির বিরোধ তাই স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন