চাঁপাইনবাবগঞ্জ শহরের নেহাল মুদি স্টোরে মেয়াদ উত্তীর্ণ মালামাল ও বেশি দামে মাস্ক বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছেন। গত রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শান্তির মোড়ে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, শহরের শান্তি মোড়ের নেহাল মুদি স্টোরে মেয়াদ উত্তীর্ণ মালামাল ও বেশি দামে মাস্ক বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ওই দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
বিডি প্রতিদিন/আল আমীন