১৭ মার্চ, ২০২০ ১৯:০০

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ স্মরণে মাগুরা যুবলীগের শত পতাকা উত্তোলন

মাগুরা প্রতিনিধি

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ স্মরণে মাগুরা যুবলীগের শত পতাকা উত্তোলন

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে করোনাভাইরাস সম্পর্কে লিফলেট বিতরণ, ১০০ পতাকা উত্তোলন, ১০০ হাফেজের কোরআন খতম ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার মাগুরা জেলা যুবলীগের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।     

শহরের চৌরঙ্গী মোড়ে ১শত পতাকা উত্তোলন ও সমবায় মার্কেটে ১ শত হাফেজের মাধ্যমে কোরআন তেলাওয়াত শেষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, যুগ্ম আহবায়ক আলী আহমেদ আহাদ, আশরাফ খান, সাকিব হাসান তুহিন, যুবলীগ নেতা আরিফুর রহমান রনকসহ অন্যারা। 

দোয়া শেষে সাইফ্জ্জুামান শিখর এমপি করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য শহরের বিভিন্ন মার্কেটে লিফলেট বিতরণ করেন।

জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে স্মরণ করে মাগুরা যুবলীগ ১শত হাফেজের মাধ্যমে কোরআন খতম, ১শত জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পরবর্তীতে এ পতাকাগুলো ১০০টি বিদ্যালয়ে বিতরণ করা হবে।   

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর