২৯ মার্চ, ২০২০ ২২:২৫

মনিরামপুরে কান ধরা কাণ্ডে সরকারি ওয়েবসাইট হ্যাকড, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

মনিরামপুরে কান ধরা কাণ্ডে সরকারি ওয়েবসাইট হ্যাকড, থানায় মামলা

ফাইল ছবি

যশোরের মনিরামপুরের সাবেক এসিল্যান্ড তিন বয়স্ক নাগরিককে কান ধরে দাঁড় করিয়ে রাখায় মনিরামপুর উপজেলা প্রশাসনের ওয়েবসাইট হ্যাক করা হয়। গত শুক্রবার রাতে হ্যাকাররা সাইটটি হ্যাক করার পর ফ্রন্টপেজ স্লাইডারে ফেসবুকে ভাইরাল হওয়া কান ধরার সেই ছবিটি এঁটে দেয়। 

এ ঘটনায় আজ রবিবার উপজেলা প্রশাসনের সহকারী প্রোগ্রামার প্রহ্লাদ দেবনাথ বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে মনিরামপুর থানায় মামলা করেছেন। প্রহ্লাদ দেবনাথ বিষয়টি স্বীকার করে বলেন, হ্যাক হওয়ার বিষয়টি টের পাওয়ার পরপরই ওয়েবসাইটটি মেরামত করা হয়েছে।
 
উল্লেখ্য, শুক্রবার বিকেলে মনিরামপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিন বয়স্ক ব্যক্তিকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন মনিরামপুরের এসি ল্যান্ড সাইয়েমা সুলতানা। এ ঘটনার ছবিও তিনি নিজে তুলে রাখেন। 

বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে প্রশাসন সাইয়েমা সুলতানাকে মনিরামপুরের এসি ল্যান্ড থেকে প্রত্যাহার করে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত করেন। ওই রাতেই হ্যাকাররা মনিরামপুর উপজেলা প্রশাসনের ওয়েবসাইটটি হ্যাক করে ফ্রন্টপেজের উপরে স্লাইডারে কান ধরার ছবিটি এঁটে দেয়।

 

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর