৩১ মার্চ, ২০২০ ১৭:৫৯

চরভদ্রাসনে ক্ষতিগ্রস্তদের জন্য প্রশাসনের নানা কার্যক্রম

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:

চরভদ্রাসনে ক্ষতিগ্রস্তদের জন্য প্রশাসনের নানা কার্যক্রম

ফরিদপুরের চরভদ্রাসনে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত নানা শ্রেণি পেশার মানুষের পাশে থেকে সহায়তা করছে উপজেলা প্রশাসন। এর মধ্যে উল্লেখযোগ্য হল খাদ্যসামগ্রী বিতরণ, বিভিন্ন স্থানে জীবানুনাশক ছিটানো, বাজার মনিটরিং, পিপিই ও মাক্স বিতরণ।

এ কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০ টার দিকে গাজীরটেক ইউনিয়ন পরিষদ চত্তরে সামাজিক দূরত্ব বজায় রেখে ১৮০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা প্রতিটি পরিবারের হাতে ১০ কেজী চাউল,১ কেজি ডাউল, ২ কেজি আলু পৌঁছে দেন। এ সময় তার সাথে ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক ও গাজীরটেক ইউপি চেয়ারম্যান মো: ইয়াকুব আলী। 

এ ছাড়া বাজারে জমায়েত নিরুৎসাহিত করতে চালু করা হয়েছে ভ্রাম্যমাণ বাজার। এর জন্য দুটি পিকআপ ভ্যান উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দিবে। প্রয়োজন মত সকলে ন্যায্য মূল্যে তাদের চাহিদা পূরণ করতে পারবে।

এছাড়া উপজেলা কৃষি দপ্তরের সহায়তায় দশটি স্প্রে মেশিন দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে জীবানু নাশক ছিটানো হচ্ছে। যা বাস্তবায়ন করছেন চার ইউপি পরিষদ চেয়ারম্যান।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর