১ এপ্রিল, ২০২০ ২১:২৭

মধ্যরাতে বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে হাজির পুলিশ সুপার

নীলফামারী প্রতিনিধি

মধ্যরাতে বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে হাজির পুলিশ সুপার

নীলফামারী জেলা পুলিশের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী দিয়ে আসেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান। কুখাপাড়া, বাস টার্মিনাল, পাঁচমাথা, মাস্টারপাড়া, নীলপ্রতিভা পাড়া, পুলিশ লাইন ও রেলওয়ে স্টেশন এলাকার নিম্ন আয়ের এসব মানুষকে এই সহায়তা দেওয়া হয়। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, রবিউল ইসলাম, রুহুল আমিন, নীলফামারী থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের মুখপাত্র আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান জানান,  বিতরণকৃত খাদ্য সহায়তার মধ্যে ছিলো চাল পাঁচ কেজি, আলু দুই কেজি, লবন এক কেজি, তেল এক লিটার, একটি সাবান। পর্যায়ক্রমে অন্যান্য উপজেলাগুলো খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর