৫ এপ্রিল, ২০২০ ২১:০৬

চাচি বাসায় আছেন? আমি পুলিশের এসপি, খাবার নিয়ে এসেছি

অনলাইন ডেস্ক

চাচি বাসায় আছেন? আমি পুলিশের এসপি, খাবার নিয়ে এসেছি

‘আসসালামু আলাইকুম। চাচি বাসায় আছেন? আমি পুলিশের এসপি। আপনার বাসায় আর কে কে আছেন? আমরা জেনেছি করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাড়িতে অবস্থান করায় আপনি কর্মহীন হয়ে পড়েছেন। আমি পুলিশের পক্ষ  থেকে আপনাদের জন্য খাদ্যসামগ্রী নিয়ে এসেছি।’

আমেনা বেগমের বাসায় গিয়ে এভাবেই ডাক দিলেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার। পরে দরিদ্র ওই নারীর হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।

বৃহস্পতিবার বিকালে একইভাবে গাজীপুরের সদর উপজেলার দরগারচালা গ্রামে  হেঁটে হেঁটে স্বল্প আয়ের মানুষের ঘরে ঘরে গাজীপুর জেলা পুলিশের এক মাসের  রেশন থেকে বরাদ্দের খাদ্যসামগ্রী পৌঁছে দেন এসপি শামসুন্নাহার।

বাড়িতে পুলিশ সুপারের আকস্মিক আগমনে অবাক হন অনেকে। তবে এসপির এমন কাজের প্রশংসা করেছেন অনেকেই।
আমেনা বেগম জানান, নয় বছর আগে বার্ধক্যজনিত কারণে স্বামীকে হারিয়েছেন তিনি। দিনমজুর দুই ছেলে পৃথক সংসার পেতেছেন। তাদের দেওয়া টাকা-পয়সায় কোনো রকমে চলছিল তার সংসার। দিনে এনে দিনে খেয়ে চললেও সরকারের অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়েন তার দুই ছেলে।

তিনি জানান, ঘরে থাকা খাবারের সামান্য মজুত শেষ হয়ে গেছে। এ অবস্থায় অনেকটা দিশেহারা। হঠাৎ খাবার নিয়ে বাড়িতে এসপি আসায় তার মন ভরে  গেছে। তিনি মন ভরে এসপি ও পুলিশের জন্য দোয়া করেন।

একইভাবে গাজীপুরের প্রায় সব উপজেলার স্বল্প আয়ের মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে জেলা জেলা পুলিশ। গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামছুন্নাহার বলেন, পুলিশের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষকে ঘরে থাকার জন্য অনুরোধ করছি। কিছু কিছু ক্ষেত্রে তাদের বাধ্যও করা হচ্ছে। কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষকে নিয়ে তাদের খাবারের কথা চিন্তা করা হচ্ছে। সে কারণে জেলা পুলিশের এক মাসের  রেশনের খাদ্যসামগ্রী স্বল্প আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর