কুড়িগ্রামের চিলমারীতে গোপন সংবাদের ভিত্তিতে সামছুল ইসলাম নামে এক চাল ব্যবসায়ীর নিজ বাড়ি ও তার দোকান থেকে ত্রাণের ৬২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই ব্যবসায়ীর উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী বুদ্ধির গ্রামের বাড়ির ৩টি ঘর থেকে ৫৪ বস্তা চাল ও থানাহাট বাজারের দোকানে থাকার খবর পেয়ে সেখান থেকে আরও ৮ বস্তা চালসহ সামছুল হককে গ্রেফতার করে পুলিশ।
জব্দকৃত চাল খাদ্যবান্ধব কর্মসূচি, ভিজিডি ও ভিজিএফের ছিল বলে জানা যায়। এছাড়া তার বাড়ি ও দোকানে চালের খালি ২২৯টি বস্তাও উদ্ধার করা হয়। চিলমারী থানার ইউএনও এ ডবিøউ এম রায়হান শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আল আমীন