অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীরের ছেলে শাহ আবিদ কামরানকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ আটক করেছে র্যাব। র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম সরোয়ার হুসাইন এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বিকেলে অভয়নগরের নিজ বাড়ির সামনে থেকে অস্ত্র ও গুলিসহ আবিদ কামরানকে আটক করেন তারা। কামরানের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রটি অবৈধ এবং এ অস্ত্র তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় প্রদর্শন করেছেন। এ ব্যাপারে আমাদের কাছে আগে থেকেই খবর ছিল। র্যাব কমান্ডার সরোয়ার হুসাইন বলেন, অভয়নগর থানায় এ ব্যাপারে মামলা করে আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/শফিক