নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি স' মিল থেকে আগুন লেগে পাশের একটি মার্কেটে ছড়িয়ে পড়ে প্রায় অর্ধশতাধিক দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে আদমজী ইজিজেড, ডেমরা ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ১০টার দিকে উপজেলার মিজমিজি কান্দাপাড়া এম আলম মেরিট কেয়ার স্কুলের পাশের একটি স' মিলে এ আগুন লাগে।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, রাত ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমাদেরসহ বিভিন্ন স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। রাত ১২টার দিকে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ