বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর গ্রাম থেকে ১০ বস্তা (৫৩০ কেজি) সরকারি চালসহ আটক এক ডিলারের সহযোগী ইউনুস সরদারকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম ওই দণ্ডাদেশ দেন। দণ্ডপাপ্ত ইউনুস সরদার স্থানীয় হরিনাথপুরের খলিলুর রহমানের ছেলে এবং খাদ্য বিভাগের হরিনাথপুর ইউনিয়ন ওএমএস ডিলার বিপ্লব খন্দকারের সহযোগী।
হিজলা থানার ওসি অসীম কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ইউনুসের বাসায় অভিযান চালিয়ে ১০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক করা হয় ইউনুসকে। এরপর ইউনুসকে উপজেলা ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল ও জরিমানা করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। রাত হয়ে যাওয়ায় আসামিকে থানা হেফাজতে রাখা হয়েছে। বুধবার তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।
হিজলা উপজেলা যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত ইউনুস দলীয় কেউ নয়। তবে ডিলার বিপ্লবের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ