প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে বাগেরহাটের মোংলায় মঙ্গলবার (১৪ এপ্রিল) পরিবেশকর্মী সাংবাদিক মোঃ নূর আলম শেখ’র পক্ষ থেকে চিকিৎসক এবং সাংবাদিকদের মাঝে নববর্ষের উপহার হিসেবে ফেসশিল্ড বিতরণ করা হয়।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র পক্ষ থেকে ফেসশিল্ড গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস।
ফেসশিল্ড বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেসশিল্ড বাজারে পাওয়া যাচ্ছে না। গ্রহণকৃত ফেসশিল্ড করোনা চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহার হবে।
মোংলা প্রেসক্লাবে নববর্ষের উপহার ফেস শিল্ড বিতরণকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলালসহ কর্মরত সাংবাদিকবৃন্দ ।
ফেসশিল্ড বিষয়ে পরিবেশকর্মী সাংবাদিক মো. নূর আলম শেখ বলেন করোনা মোকাবিলায় অতিগুরুত্বপূর্ণ ফেসশিল্ড বাজারে পাওয়া যাচ্ছে না। পিপিই’র সাথে ফেসশিল্ড প্রয়োজন হয়। কুয়েট ছাত্র সুমিত চন্দের কারিগরি সহযোগিতায় মোংলা পোর্ট পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ আব্দুল বাতেন’র সুযোগ্য বড় সন্তান শাহীন সাইফুল্লাহ এবং নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী চিকিৎসকের সহযোগিতায় আমি এটি উৎপাদন করতে পেরেছি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ